হিন্দু শপিং মল বাচ্চাদের খেলার জায়গা থাকবে , এম্পিথিয়েটার , কার পার্কিং , বাইরে বড় ফুড কোর্ট , বেশি টাকা দিয়ে দেব দর্শনের প্রিমিয়াম সুযোগ , জল কিনে খাওয়ার ব্যবস্থা , গিফট সেন্টার সব থাকবে। মন্দির চত্বরে যাতে লিমুজিন ঢুকতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। আগে দেখতাম , মন্দির এর আশে পাশে বাঁদর ঘুর ঘুর করতো। সেগুলো সব মরেছে। এখন পুঁজিপতিরা উঁকি ঝুঁকি মারছে। আমার স্যার বলেছিলেন , মন্দির এর আগে ভগবানের নাম রাখাটা প্রাচীন রেওয়াজ। শিব মন্দির, কালী মন্দির, শনি মন্দির , দূর্গা মন্দির , বিষ্ণুমন্দির , সূর্য মন্দির , বিড়লা মন্দির , ওই দিন আসছে , টাটা ধাম , জিওক্ষেত্র , অ্যাপোলো শ্মশান , মেডিকা মর্গ , সব আসছে। আপনি তৈরি তো ? জয় বাবা ক্যাপিটালিজম এর জয় !