Skip to main content

Posts

Showing posts from January, 2024

"রে ভন্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে. এ মুহূর্তে চলি যাও"

  হিন্দু শপিং মল বাচ্চাদের খেলার জায়গা থাকবে , এম্পিথিয়েটার , কার পার্কিং , বাইরে বড় ফুড কোর্ট , বেশি টাকা দিয়ে দেব দর্শনের প্রিমিয়াম সুযোগ , জল কিনে খাওয়ার ব্যবস্থা , গিফট সেন্টার সব থাকবে। মন্দির চত্বরে যাতে লিমুজিন ঢুকতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। আগে দেখতাম , মন্দির এর আশে পাশে বাঁদর ঘুর ঘুর করতো। সেগুলো সব মরেছে। এখন পুঁজিপতিরা উঁকি ঝুঁকি মারছে। আমার স্যার বলেছিলেন , মন্দির এর আগে ভগবানের নাম রাখাটা প্রাচীন রেওয়াজ। শিব মন্দির, কালী মন্দির, শনি মন্দির , দূর্গা মন্দির , বিষ্ণুমন্দির , সূর্য মন্দির , বিড়লা মন্দির , ওই দিন আসছে , টাটা ধাম , জিওক্ষেত্র , অ্যাপোলো শ্মশান , মেডিকা মর্গ , সব আসছে। আপনি তৈরি তো ? জয় বাবা ক্যাপিটালিজম এর জয় !

কার্ডিৎসার ভাবুক

  প্রলাপ ১ ছোটবেলায় একদিন শুনলাম যাদবপুরের রাম ঠাকুরের আশ্রমে নাকি রাম ঠাকুরের ছবিতে তার শ্রী চরণ হঠাৎ লম্বা হয়ে গেছে। সবাই দেখেছে। বাড়িতেও মামা টামারা অনেক পর্যবেক্ষণ করে জানালো যে হ্যা, ঠিকই। স্পষ্ট বোঝা যাচ্ছে রাম ঠাকুরের ছবিতে পা আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে। দিন কয়েক পরে জানা গেল ,না ,ছবিতে শ্রীচরণ বড় হয়নি ওটা মনের ভুল। বহু লোকের একসাথে মনের ভুল। আবার একদিন শুনলাম গনেশ নাকি দুধ খেয়ে ফেলছে। সামনে চামচ ধরলেই পকাপক দুধ হাওয়া। পরে কিছু বিজ্ঞানী ফিজ্ঞানী বললো ওটা নাকি সারফেস টেনশন এ হচ্ছে। সে আবার কি কথা ? দেয়ালের সামনে চামচে ধরলে হাওয়া হলো না , আর গনেশের সামনে ধরলেই উড়ে যাচ্ছে ? তারপর একদিন শুনলাম বালক বাবা নাকি মারা গেছে , কিন্তু পরলোক থেকে ফিরে আসবে বলে , তার শিষ্যরা বডি ছাড়ছে না। দেশ জুড়ে টেনশান এই বুঝি বাবা ফিরলেন । তার পরে নাকি সুভাষ চক্কবর্তী ছেলে পাঠিয়ে ব্যাপারটা বুঝে নিয়েছিলেন। যাক গে , মানুষের মেমরি বড় শর্ট , তাই ব্রেনোলিয়ার ডোজ দিয়ে লাভ নেই। মাস হিপনোসিস জানেন ? হীরক রাজার মস্তিস্ক প্রক্ষালন যন্ত্র ? প্যারা ছাই চলো যাই ? টেনশন নেবেন না। দোষ আপনার...