প্রলাপ ১
ছোটবেলায় একদিন শুনলাম যাদবপুরের রাম ঠাকুরের আশ্রমে নাকি রাম ঠাকুরের ছবিতে তার শ্রী চরণ হঠাৎ লম্বা হয়ে গেছে। সবাই দেখেছে।
বাড়িতেও মামা টামারা অনেক পর্যবেক্ষণ করে জানালো যে হ্যা, ঠিকই। স্পষ্ট বোঝা যাচ্ছে রাম ঠাকুরের ছবিতে পা আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে। দিন কয়েক পরে জানা গেল ,না ,ছবিতে শ্রীচরণ বড় হয়নি ওটা মনের ভুল। বহু লোকের একসাথে মনের ভুল।
তারপর একদিন শুনলাম বালক বাবা নাকি মারা গেছে , কিন্তু পরলোক থেকে ফিরে আসবে বলে , তার শিষ্যরা বডি ছাড়ছে না। দেশ জুড়ে টেনশান এই বুঝি বাবা ফিরলেন । তার পরে নাকি সুভাষ চক্কবর্তী ছেলে পাঠিয়ে ব্যাপারটা বুঝে নিয়েছিলেন। যাক গে , মানুষের মেমরি বড় শর্ট , তাই ব্রেনোলিয়ার ডোজ দিয়ে লাভ নেই।
মাস হিপনোসিস জানেন ? হীরক রাজার মস্তিস্ক প্রক্ষালন যন্ত্র ? প্যারা ছাই চলো যাই ? টেনশন নেবেন না। দোষ আপনার না। জামাল কুদু শুনুন , মাথায় গেলাস ধরে নাচুন। ববি দেয়ালে মাথা ঠুকুন
শিল্পী বলেছেন , যে মূর্তি আমি বানিয়েছি সেই মূর্তি বদলে গেছে , প্রাণের সঞ্চার হয়েছে। সত্যজিতের ভূতো গল্পটা পরে ফেলুন। আরে বাবা, এরম সত্যি হয়। মুকুল জাতিস্বর হয়ে গেলো আর আপনি বলছেন , আত্মা নেই ? আত্মা থাকলে পরমাত্মা কেন মূর্তিতে প্রাণ নেবে না , লজিক দিতে পারবেন ?
দূর্গা পুজোয় ভাসানে ডিস্কো নাচবেন আর বলবেন ভগবান নেই ? এ ভাবে চলে নাকি ? অবশ্য আপনি গরিব মানুষ , কিই বা করবেন ? গানটার কথা ছিল , " রঘুপতি রাঘব, রাজা রাম " গান্ধীজি উড়ে বসে জুড়ে দিলেন " ঈশ্বর , আল্লাহ তেরো নাম ", কোনো মানে হয় ?
কবিগুরু একদিন প্রভাত কুমার মুখোপাধ্যায় কে বললেন , লিখলাম আমি ,নাম যাবে তোর। পুরো ব্যারেলি কি বরফি টাইপ। সেফ আলীকেও টেক্কা দিয়ে , একা ছবি বিশ্বাস , সারাটা ছবি ধরে শর্মিলা ঠাকুর কে ম্যা ,ম্যা করে গেল। দেখেননি ?
অগস্টে রোদিন ( র' দ্যা ) এর নাম শুনেছেন ? না ,না , উনি ক্যাটরিনা কাইফের এক্স নন। একজন শিল্পী। মরে গেছেন। বাঁচা গেছে। "আপদ বিদায় হল, মনে হচ্ছে ?"

Comments
Post a Comment