পৃথিবীতে দুটো জাত।
একটা ছোটোলোক , একটা ভদ্রলোক।
ছোটলোকদের ডক্টরেট ডিগ্রি আছে , বড় গাড়ি আছে , সুন্দরী বৌ আছে , সেট করা জ্যোতিষী,পন্ডিতজি , উকিল, একাউন্টেন্ট আছে , ১.৫ কোটি দিয়ে কলকাতায় ফ্ল্যাট কেনার খেমটাও আছে।
ফেসবুক আছে , হোয়াটস্যাপ ইউনিভার্সিটি আছে , ধর্মের গোড়ামি আছে , ওদের জন্যে ক্রিকেট রয়েছে , বলিউড রয়েছে , মাকাইবাড়ির চা আছে , গ্লেনফেদ্দিছের বোতল আছে।
ভদ্রলোকের কিছু নেই , শুধু বইয়ের তাকে দুটো বই আছে ,
সুকুমার রায়ের আবোল তাবোল আর হযবরল।
Comments
Post a Comment